1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪ ইউনিটে নতুন কমিটি গঠন - ইছামতী নিউজ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪ ইউনিটে নতুন কমিটি গঠন

Reporter Name
  • Update Time : Thursday, 27 May, 2021
  • ২৬৩ Time View

মোঃ আব্দুস ছালাম,স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক বগুড়া জেলার চারটি ইউনিটে নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সংগঠনটির দফতর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১. বগুড়া সদর উপজেলার আহ্বায়ক করা হয়েছে মিজানুর রহমান মিজানকে এবং সদস্য সচিব মো. রকিবুল ইসলাম শিপন। এছাড়া যুগ্ম আহবায়ক-১. মো. আতিকুর রহমান আতিক, ২. ডা. মো. আল আমিন আকন্দ, ৩. মো. মানিক হোসেন, ৪. মো. রাশেদুল ইসলাম, ৫. মো. আহসান হাবীব, ৬. মো. আহসান হাবীব রিপু, ৭. মো. মাইনুর হোসেন, ৮. মো. আব্দুর রহমান সজল, ৯. মো. ফরহাদ হোসেনসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।

২. বগুড়া শহর শাখা: আহ্বায়ক- মো. জামিনুর হাসান শাওন, সদস্য সচিব- মো. হোসেন আলী। যুগ্ম আহ্বায়ক-১. মো. রবিউল ইসলাম রতন, ২. মো. আসিফ মাহমুদ, ৩. আব্দুল্লাহ আল মামুন সরকার, ৪. মো. সাঈদ সুলতান (সজীব), ৫. মো. আব্দুর রাহিম, ৬. মো. নূর আলম, ৭. মো. রাফছান জানি (আদন), ৮. মো. আলমগীর হোসেন তুহিন, ৯. মো. সাজ্জাদুর রহমান পলাশসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

৩. সোনাতলা উপজেলা: আহ্বায়ক- মো. আব্দুল ওয়াহাব (হক), সদস্য সচিব- মো. রাজু আহম্মেদ। যুগ্ম আহ্বায়ক-১. মো. মোনারুল মণ্ডল, ২. মো. মজনু ব্যাপারী সান্টু, ৩. মো. আব্দুল বারী মিঠু, ৪. মো. মানিক মিয়া, ৫. মো. পলাশ মোল্লা, ৬. মো. গোলাম জাকারিয়া কনক, ৭. মো. আপেল মিয়া, ৮. মো. মিলন বেপারী, ৯. মো. খাজাবুল ইসলামসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

৪. সোনাতলা পৌর: আহ্বায়ক- মো. শফিকুল ইসলাম, সদস্য সচিব- মো. মিজানুর রহমান বাবু। যুগ্ম আহবায়ক-১. মো. মহিদুর রহমান মজনু, ২. মো. আনিছুর রহমান, ৩. মো. আহসান হাবিব রতন, ৪. মো. আতাউল ইসলাম মিল্টন ৫. মো. তোহাদ্দেত হোসেন বাবলু, ৬. মো. রনি শেখ, ৭. মো. আলমগীর কবির কাজলসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।

ঘোষিত কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে অধীনস্ত সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *