1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
আমরা সুষ্ঠু সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করেছি : পরিকল্পনামন্ত্রী - ইছামতী নিউজ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন

আমরা সুষ্ঠু সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করেছি : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, 27 January, 2021
  • ৫৮৩ Time View

সাংবাদিকদের ঝুঁকি ভাতা ও পেনশনসহ আরও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সারাবিশ্বে একটি সম্মানজনক ও আলোচিত পেশা সাংবাদিকতা। আমরা সুষ্ঠু সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করেছি। সরকার নানাভাবে আপনাদের পাশে আছেন। ওয়েজবোর্ড ও কল্যাণ তহবিল নিয়ে কাজ করা হচ্ছে।বুধবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) প্রয়াত সদস্যদের স্মরণে আলোচনা সভা, মরণোত্তর সম্মাননা ও সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা জানান।এম এ মান্নান বলেন, ‘সরকার সব ক্ষেত্রেই ব্যয় বাড়াচ্ছে, বিনিয়োগ করছে। তাই এক্ষেত্রেও আরও বিনিয়োগ হবে বলে আশা করছি। বিভিন্ন খাতে ঝুঁকি ভাতা এবং পেনশন চালু আছে। অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে সাংবাদিকতাতেও কিভাবে সেটি চালু করা যায় সেই বিষয়ে আমি চেষ্টা করবো।অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী। সভায় সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি মিজান মালিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

One response to “আমরা সুষ্ঠু সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করেছি : পরিকল্পনামন্ত্রী”

  1. আলোকিত ইসলাম says:

    One of my favorite magazines, I read regularly

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *