1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
চিতলমারী সায়েন্স ক্লাবের জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন - ইছামতী নিউজ
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
আপডেট নিউজ :

চিতলমারী সায়েন্স ক্লাবের জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন

Reporter Name
  • Update Time : Saturday, 23 January, 2021
  • ৪৩৬ Time View

রণিকা বসু(মাধুরী)-বিশেষ প্রতিনিধি(বাগেরহাট): “চিতলমারী সায়েন্স ক্লাব” জেলা পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা মূলক মেলায় প্রথম স্থান অর্জন করেছে বাগেরহাটের স্বাধীনতা চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা মূলক মেলা” ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় প্রযুক্তি বিষয়ে বিশেষ অবদানের জন্য “চিতলমারী সায়েন্স ক্লাব” প্রথম স্থান অধিকার করে। উক্ত মেলা পরিদর্শন করে দেখা যায় , মেলায় বাগেরহাট জেলার ৯ টি উপজেলা থেকে ৩ টি গ্রুপ থেকে প্রায় ২০ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সিনিয়র গ্রুপে অংশগ্রহণ করে জেলার বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা। জুনিয়র গ্রুপে অংশগ্রহণ করে জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। এছাড়া বিশেষ গ্রুপ থেকে অংশগ্রহণ করে জেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা মূলক বিভিন্ন প্রতিষ্ঠান। উক্ত বিশেষ গ্রুপ থেকে প্রথম স্থান অর্জন করে ” চিতলমারী সায়েন্স ক্লাব”। এ মেলায় ” চিতলমারী সায়েন্স ক্লাব” তাদের গবেষণা ও প্রযুক্তির ব্যবহার করে কলমি শাক ও কচুরিপানা দিয়ে ইথানল উৎপন্ন করে। আর এ ইথানল ব্যবহার করে প্রাইভেটকার ও মটর সাইকেল চালানো যাবে। এর দ্বারা এক দিকে যেমন স্থানীয় আগাছা জাতীয় লতাপাতা পরিস্কার হবে অন্য দিকে সহজলভ্য মোটরযানের জ্বালানি উৎপাদন হবে। এ ব্যাপারে জানতে চাইলে, চিতলমারী সায়েন্স ক্লাব” এর প্রতিষ্ঠাতা আমিরুল আজিম বলেন, তার এ প্রতিষ্ঠান স্থানীয় স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে প্রতিষ্ঠিত হয়। উক্ত প্রতিষ্ঠানটি ইতোপূর্বে তাদের গবেষণার মাধ্যমে মিনি রকেট, সয়ংক্রিয়ভাবে পরিচালিত হওয়া অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ আরও অনেক কিছু আবিস্কার করে চিতলমারী উপজেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তিনি প্রত্যাশা করেন, তার এ প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে। এছাড়া এ ব্যাপারে জানতে চাইলে উক্ত প্রতিষ্ঠানের পরিচালক শেখ কালিমুল্লা আসাদ বলেন, তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মূল উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তিকে সহজলভ্য করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে অবদান রাখা। এছাড়া স্থানীয় স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উৎসাহ প্রদান করা। যাদের মধ্য থেকে হয়তো ভবিষ্যতে কেউ কেউ স্থানীয়,জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বড় ধরনের অবদান রাখতে সক্ষম হবে। জেলা পর্যায়ে অনুষ্ঠিত এ মেলার আয়োজন করেছে বাগেরহাট জেলা প্রশাসন। উক্ত মেলায় সভাপতিত্ব করেন খন্দকার মোঃ রেজাউল করিম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক জনাব আ. ন. ম. ফয়জুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার বাবু পঙ্কজ চন্দ্র রায়, ও সিভিল সার্জন ডাঃ কে.এম. হুমায়ূন কবির, এছাড়া এ মেলায় উপস্থিত ছিলেন জেলার শিক্ষাবিদ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী , জনপ্রতিনিধিরা, সাংবাদিকরা ও বিভিন্ন শ্রেনী পেশার জনগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *